চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জেলের বড়শিতে ৬ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ ধরা পড়েছে। সোমবার (১৪ মার্চ) সকালে বঙ্গোপসাগরের সন্দ্বীপ লেকে মোহাম্মদ রফিক নামের এক জেলের বড়শিতে এই মাছ ধরা পড়ে।
ওই জেলে উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের বাসিন্দা। পরবর্তীতে উপজেলার কালাবিবির দিঘির মোড় এলাকায় শাহ্ আবদুল মালেক আল-কুতুবী মৎস্য আড়তে মাছটি ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়।
এ বিষয়ে জেলে মোহাম্মদ রফিক জানান,তারা দুই ভাই মিলে সাগরে দীর্ঘদিন ধরে মাছ ধরে আসছে। বড় সাইজের শাপলাপাতা ধরতে সমুদ্রের তীরে জেলেরা বঁড়শি পেতে রাখে। তীর দিয়ে শাপলা পাতা বিচরণ করার সময় বড়শিতে আটকে যায়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, শাপলা পাতা মাছ খেতে খুব সুস্বাদু। এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। এটি শিশুর মস্তিষ্ক গঠন ও মেধা বিকাশ ত্বরান্বিত করে। তবে শাপলা পাতা মাছটি বিলুপ্তির পথে। এ মাছ ধরা এবং বিক্রি করা দণ্ডনীয় অপরাধ বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত ৯ মার্চ একই জেলের বড়শিতে ধরা পড়ে ১৬৫ কেজি ওজনের আরও একটি শাপলাপাতা মাছ। ওই মাছটি ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়ছিলো।