বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজডুবি, নিখোঁজ ৫

আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৬:২৬

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিমেন্টের ক্লিংকার বোঝাই একটি জাহাজ ডুবে গেছে। এই ঘটনায় জাহাজের নাবিকসহ পাঁচজন নিখোঁজ রয়েছেন।

জাহাজটি একটি বালু বোঝাই ড্রেজারের ধাক্কায় ডুবে যাওয়ার কথা বলা হলেও বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছে কোস্টগার্ড পূর্ব জোন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের  সচিব মো. ওমর ফারুক ইত্তেফাককে বলেন, শনিবার ভোরে চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাংকোরেজের পারকি সমুদ্র সৈকতের কাছে জাহাজটি ডুবে যায়।এমভি টিটু-১৪ নামের জাহাজটিতে সিমেন্টের ক্লিংকার বোঝাই ছিল। জাহাজটিতে নাবিকসহ মোট ১৩ জন আরোহী ছিলেন। কোস্টগার্ড ও বন্দর উদ্ধারকারীরা ৮ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। ৫ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।আমরা জাহাজডুবির কারণ  অনুসন্ধান করছি। ড্রেজারের সঙ্গে সংঘর্ষের কথা বলা হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কোস্টগার্ড পূর্ব জোনের কর্মকর্তারা জানান, ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে গেছে বলা হলেও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে এসে কোনো ড্রেজার বা বালুবোঝাই নৌযান পাননি। 

ইত্তেফাক/ইউবি