শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রওশন এরশাদ স্বাভাবিক খাবার খাচ্ছেন, কথাও বলছেন

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০১:৫৯

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদের শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো।

তিনি এখন নিয়মিত স্বাভাবিক খাবার খাচ্ছেন, দর্শনার্থীদের সঙ্গে কথা বলছেন, এমনকি ফোনেও কথা বলছেন বলে ইত্তেফাককে জানিয়েছেন ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’-এর চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশীদ। ব্যাংককে রওশন এরশাদকে দেখে এসে গতকাল মঙ্গলবার তিনি একথা জানান।

কাজী মামুন জানান, রওশন এরশাদ বামরুনগ্রাদ হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন। আলাপকালে রওশন এরশাদ দেশের সামগ্রিক বিষয়ে খোঁজখবর নিয়েছেন। দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে সরকারকে কার্যক্রর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। যাতে আসন্ন রমজানে মানুষের কষ্ট না হয়।

এক প্রশ্নের জবাবে মামুন ইত্তেফাককে জানান, রওশন এরশাদ নিজ থেকে উঠতে-বসতে পারেন। তবে একটি পায়ে সমস্যা থাকায় হাঁটতে কষ্ট হচ্ছে। অবশ্য স্বাভাবিক কথাবার্তা বলতে পারছেন।

ইত্তেফাক/ইউবি