শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রংপুরে বাবার কবরের পাশে শায়িত হলেন গরিবের চিকিৎসক বুলবুল

আপডেট : ২৮ মার্চ ২০২২, ২১:১৭

রংপুরে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন গরিবের চিকিৎসক বুলবুল। সোমবার বাদ জোহর বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে সোমবার সকালে ঢাকা থেকে মরদেহ-বহনকারী ফ্রিজিয়ান অ্যাম্বুলেন্সটি রংপুর নগরীর রামপুরায় পৌঁছায়। এ সময় হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। প্রিয় মানুষকে শেষবারের মত দেখতে ছুটে আসেন স্বজন ও এলাকাবাসী।  

বুলবুলের ছোট ভাই বুকুল জানান, বাদ জোহর রামপুরা জামে মসজিদে জানাজা শেষে বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের কবরের পাশে বড় ভাইকে দাফন করা হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সন্তান হত্যার বিচার দাবি করেন বুলবুলের মা বুলবুলি বেগম। এছাড়া বুলবুল হত্যার বিচার ও পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানান এসএসসি-৯৭ ব্যাচের শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন বুলবুলের সহপাঠী ডা. মোস্তফা আলম, তৌহিদুর রহমান, রাসেল আনোয়ার, হাফিজার রহমান, কানিজ আফরোজ কণাসহ অনেকে।

গত রবিবার ভোরে রাজধানীর শেওড়াপাড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন গরিবের চিকিৎসক বুলবুল।