শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আলোচনার ফল দিতে হবে: রুশ-ইউক্রেনের প্রতিনিধিদের এরদোয়ান

আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৩:০৮

মাসব্যাপী যুদ্ধের অবসানের লক্ষ্যে আজ মঙ্গলবার (২৯ মার্চ) বৈঠক বসবেন রাশিয়া ও ইউক্রেনের আলোচকরা। ইতোমধ্যেই দুই দেশের কর্মকর্তারা তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী দেশ দুটির মধ্যে মুখোমুখি আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে কখন বা কোথায় এই বৈঠক হবে তা জানায়নি কেউ।

এই বৈঠক প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, রাশিয়া ও ইউক্রেন উভয় রাষ্ট্রই তুরস্কের মূল্যবান বন্ধু। আমার আশা আমাদের আয়োজন নেতাদের আলোচনায় অগ্রগতি আনবে।

তিনি বলেন, উভয় পক্ষেই উদ্বেগ আছে। কিন্তু রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিদের আলোচনার ফলাফল বের করে আনতে হবে।

ইত্তেফাক/টিআর