শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কিশোরগঞ্জ আগুনে পুড়লো ৩০ বসতঘর

আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৪:০১

কিশোরগঞ্জে আগুনে ১৬ টি পরিবারের ৩০ টি ঘরবাড়িসহ গবাদি পশু পুড়ে গেছে বলে জানা গেছে। বুধবার (৩০ মার্চ) দিবা গত রাত সাড়ে তিনটার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রাশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে আবদুল্লাহ (১৫) ও মিথুন (১১) নামে দুই শিশু গুরুতর আহত হয়েছে। তাদের কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

প্রত্যক্ষদর্শীসুত্রে জানা গেছে, গভীর রাতে তেলিপাড়া গ্রামের মনেরা মামুদের ছেলে লতিবর রহমানের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পরে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই ১৬ টি পরিবারের ৩০ টি বসতঘর, ৮ টি রান্নাঘর, ১১টি ছাগল, ৩টি গরু, নগদ ৪৫ হাজার টাকাসহ ঘরে রক্ষিত মালামাল ধান, চাল, তামাক, আলু হাঁস মুরগিসহ সবকিছু পুড়ে গেছে। 

নিতাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাজেদুল ইসলাম বলেন, আগুনে ১৬ টি পরিবারের ৩০ টি ঘর ঘরে রক্ষিত মালামাল ৪টি গরু, ১১ টি ছাগল, হাঁস মুরগীসহ সব পুড়ে গেছে। আগুনে যাদু মিয়ার ঘরে রাখা নগদ ৪০ হাজার টাকা পুরে গেছে।  

ষ্টেশন অফিসার রাশেদুল হক জানান, নিতাই ইউনিয়নের তেলিপাড়ায় আগুনে ১৬ টি পরিবারের ৩০ টি ঘর, গরু ছাগল, হাঁস মুরগী, নগদ টাকাসহ সবকিছু পুড়ে গেছে। সঠিক সময়ে ফায়ার সার্ভিসকে খবর না দিলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার বলেন, প্রাথমিকভাবে আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে। পরে যাচাই বাছাই প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

ইত্তেফাক/এআই