সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামের জেলেপল্লীর অদম্য মেধাবী মারুফা খাতুন সাতক্ষীরা মেডিক্যালে চান্স পেয়েছে। কিন্তু কিভাবে পড়াশুনার ব্যয়ভার বহন করবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সে।
জেয়ালা নলতার মৎস্যজীবী মো. আজিজ বিশ্বাস ও তাছলিমা বেগমের তিন কন্যার মধ্যে প্রথম সন্তান মারুফা খাতুন। এমবিবিএস ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজে ৭৪ টেস্ট স্কোর পেয়ে ৩৫৩৪ মেরিট পজিশনে সাতক্ষীরা মেডিক্যাল কলেজে চান্স পেয়েছে। তালা মহিলা কলেজের শিক্ষার্থী মারুফা উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ ও শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে জিপিএ-৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়।
মারুফা বলেন, ‘গরীর পরিবারের সন্তান হয়েও অনেক কষ্ট করে পড়াশুনা করেছি। মা-বাবার মুখ উজ্জ্বল করেছি। কিন্তু কিভাবে পড়াশুনার ব্যয়ভার বহন করবে আমার পরিবার তা নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়েছি। সকলে দোয়া করবেন। আমি যেন ডাক্তার হয়ে দেশবাসীর সেবা করতে পারি।’
মারুফা খাতুনের মা তাছলিমা বেগম বলেন, ‘আমার মেয়ে মেডিক্যালে চান্স পেয়েছে। শুনেছি ডাক্তারি পড়তে অনেক টাকা লাগে। সবার কাছে অনুরোধ সবাই আমার মেয়েকে ডাক্তারি পড়তে সহযোগিতা করবেন।’
তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, ‘২০২১-২০২২ শিক্ষাবর্ষে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় কলেজের কৃতি ছাত্রী মারুফা খাতুন সাতক্ষীরা মেডিক্যাল কলেজ ও সুপ্রিয়া রায় প্রিতু রাজশাহী মেডিক্যাল কলেজে সাফল্যের সহিত উত্তীর্ণ হয়েছে। আমরা সকলে খুশি হয়েছি। আমরা চাই তারা পড়াশুনা শেষ করে কৃতিত্বের সঙ্গে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবে।’