শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মাদক মামলায় অভিনব সাজা  

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৭:২৬

মাদক মামলায় রায়ে আব্দুল্লাহ (৫২) নামে এক ব্যক্তিকে সাজা না দিয়ে এক মাসের জন্য মাদক সচেতনতা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকার নির্দেশ দিয়েছেন আদালত।  

রবিবার (১০ এপ্রিল) অতিরিক্ত জেলা দায়রা জজ কাজী দেলোয়ার হোসেন এই রায় দেয়। সাজাপ্রাপ্ত আব্দুল্লাহ রানীশংকৈল উপজেলায় রাউৎনগর গ্রামের মন্তাজ আলীর ছেলে। আব্দুল্লাহ ২০১৫ সালে একটি ও ২০১৬ সালে দুটি মাদক মামলার আসামি ছিলেন।

রায়ে বলা হয়েছে, আসামি আব্দুল্লাহ জেলা ও দায়রা জর্জ কোর্টের মূল ফটকের সামনে ১০ এপ্রিল থেকে আগামী একমাস প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মাদক সচেতনার প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকবে।

রায় ঘোষণার দিন দুপুরে দেখা যায়, ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটকের সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন এক মধ্য বয়সী পুরুষ। প্ল্যাকার্ডে লেখা আছে ‘মাদক কারবারির জন্য আমি দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী। মাদক দেশ ও দশের শত্রু। মাদক পরিহার করুন।’ অনেকে থেমে থেমে সেই প্ল্যাকার্ড লেখা পড়ছেন। এমন প্রচারের কারণ জানতে চাইছেন। 

 

ইত্তেফাক/ইউবি