৬০ ফুট দীর্ঘ ৫০০ টন ওজনের একটি লোহার সেতু চুরি করেছে একদল চোর। দু’দিন সময় নিয়ে সেতুটি ভেঙে নিয়ে পালিয়েছে তারা। এখন তাদের খুঁজছে পুলিশ।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে। সেখানকার স্থানীয় সেচ কর্মকর্তা সেজে সেতুটি চুরি করে নিয়ে গেছে চোর চক্রটি। পরে জানা যায়, তারা আসলে সেচ কর্মকর্তা ছিলেন না।
ভারতের অন্যতম দারিদ্রপীড়িত অঞ্চল বিহারে লোহার সেতু চুরির এই ঘটনা প্রকাশ্যে এসেছে বুধবার।
স্থানীয় পুলিশ কর্মকর্তা সুভাষ কুমার জানান, সরকারি সেচ কর্মকর্তা সেজে এসেছিল চোরের দলটি। তারা বুলডোজার এবং গ্যাস কাটার নিয়ে আসে এবং দু’দিন ধরে সেতুটি ভাঙার পর সব লোহা নিয়ে পালিয়েছে।
তিনি বলেন, চোরের দলটি ভারী যানবাহনে করে সেতুর লোহা নিয়ে গেছে। প্রায় ৫০ বছরের পুরনো ওই সেতুটি একটি খালের ওপর তৈরি করা হয়েছিল। সেটি পুরোনো হয়ে যাওয়ায় পাঁচ বছর আগে সেতুটির পাশে আরেকটি নতুন সেতু উন্মুক্ত করা হয়।
অদ্ভূত এই চুরির ঘটনার তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।