শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাংলা একাডেমিতে বৈশাখী মেলা

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১০:১৯

বাংলা একাডেমি প্রাঙ্গণে ১৫ দিনব্যাপী শুরু হয়েছে বৈশাখী মেলা। বৈশাখের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার (১৪ এপ্রিল) শুরু হয়েছে এ মেলা।  আয়োজন করেছে বাংলা একাডেমি ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক)।

মেলায় বিসিক থেকে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের তৈরি হস্ত ও কুটিরশিল্পের বিভিন্ন পণ্যসামগ্রীর স্থান পেয়েছে। থাকছে—কারুপণ্য, নকশিকাঁথা, পাটপণ্য, বুটিকস পণ্য, জুয়েলারি, চামড়ার পণ্য, ইলেকট্রনিকস পণ্য, মধুসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্যসামগ্রী।

প্রতিদিন মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত। গতকাল মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

ইত্তেফাক/কেকে