শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৬৬৭ বস্তা সরকারি চাল উদ্ধার

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ২১:৪৪

রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে সরকারি খাদ্য গুদামের ৬৬৭ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

 শুক্রবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চারঘাটের কাঁকড়ামারী বাজারে দুই চাল ব্যবসায়ীর গুদাম থেকে চালগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালের পরিমাণ ২০ মেট্রিক টন।

পুলিশ জানায়, কাঁকড়ামারী বাজারের ‘মেম্বার চাল আড়ত’ থেকে ৩৬০ বস্তা এবং পাশের ‘বিলাল খাদ্য ভাণ্ডার’থেকে ৩০৭ বস্তা চাল চাল উদ্ধার করা হয়। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়। মেম্বার চাল আড়তের মালিক মোস্তাকিন মেম্বার এবং বিলাল খাদ্য ভাণ্ডারের মালিক সমশের আলীকে আটক করেছে পুলিশ।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম জানান, বাঘা খাদ্য গুদাম থেকে কালোবাজারে বিক্রি হওয়া সরকারি চাল চারঘাটে আসার খবরে তারা অভিযান চালান। অভিযানের সময় চালের সরকারি বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ঢোকানো হচ্ছিল। এ ব্যাপারে আটক দুই গুদাম মালিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

অভিযুক্ত মোস্তাকিন আলী ও শমসের আলী পুলিশকে জানান, তারা বাঘা খাদ্য গুদামের এক কর্মচারীর মাধ্যমে এই ২০ টন চাল কেনেন। তবে বাঘা উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শামসুন্নাহার বলেন, এসব চাল বাঘা খাদ্য গুদামের নয়। অন্য কোনো জায়গার হতে পারে। 

 

ইত্তেফাক/ইউবি

এ সম্পর্কিত আরও পড়ুন