শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আফগানিস্তানে ‘অন্তর্ভুক্তিমূলক’ সরকার চায় ইরান  

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৮:৪৪

আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহ্বান জানিয়েছে ইরান। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দল্লাহিন বলেন, 'আমরা এই দেশে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের স্বীকৃতিকে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের শর্তসাপেক্ষে বিবেচনা করি।'  ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টোলো নিউজ।  

আগফান ভিত্তিক মিডিয়ার খবরে বলা হয়েছে, এদিকে কাবুলে ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিস পার্টি বর্তমান আফগান সরকারকে 'অন্তর্ভুক্ত' বলে মনে করে না। 

এতে আরও বলা হয়েছে, দলটির নেতা আফগানিস্তানে দেশটির সমস্ত জাতিগত গোষ্ঠীর ভাগের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠার জন্য ইসলামিক আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছে।  

ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিস পার্টির নেতা সায়েদ জাভাদ হোসেইনি বলেন, আমরা আফগানিস্তানকে বলেছি আন্তর্জাতিক গোষ্ঠীর বৈধ দাবিকে যেন তারা ইতিবাচক সাড়া দেয়। 

এছাড়া জাভাদ আফগানিস্তানে মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করেছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের আগস্টে আফগানিস্তান দখল নেওয়ার পর আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি অনেক খারাপ হয়েছে। 
 

  

ইত্তেফাক/এসআর