শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিশ্বকাপ খেলতে তুরস্কে আর্চারি দল

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৬:৩০

তুরস্কের আন্তালিয়ায় আগামী ১৮ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে আর্চারি বিশ্বকাপ স্টেজ-১। বৈশ্বিক আসরটি খেলতে গতকাল ঢাকা ছেড়েছেন রোমান সানা-দিয়া সিদ্দিকিরা। ১১ সদস্যবিশিষ্ট বাংলাদেশের আর্চারি দলে রয়েছেন আট জন আর্চার, দুই জন প্রশিক্ষক ও এক জন ম্যানেজার।০ বিশ্বকাপে বাংলাদেশ সহ ৪৭টি দেশের ১৯৭ জন পুরুষ ও ১৪৩ জন নারী আর্চার অংশগ্রহণ করবেন।

প্রতিযোগিতার প্রথম দিন অবশ্য মাঠে নামছে না বাংলাদেশের কেউ। আগামী ১৯ এপ্রিল বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে কম্পাউন্ড ডিভিশনের বাছাইপর্ব রাউন্ড। কম্পাউন্ড পুরুষ ইভেন্টে বাংলাদেশের হয়ে লড়বেন নেওয়াজ আহমেদ রাকিব ও মোহাম্মদ আশিকুজ্জামান।

পরের দিন একই সময়ে অনুষ্ঠিত হবে রিকার্ভ ডিভিশনের বাছাইপর্ব। এই ডিভিশনের পুরুষ ইভেন্টে খেলবেন মো. রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও মো. সাগর ইসলাম। নারী ইভেন্টে খেলবেন দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফামিদা সুলতানা নিশা।

ইত্তেফাক/টিএ