দক্ষিণ আফ্রিকায় তীব্র বৃষ্টিপাতের প্রভাবে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৪০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অসংখ্য মানুষ। তাদের জন্য এখনো সন্ধান চালানো হচ্ছে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার কারণে ডারবানে অসংখ্য মানুষ গৃহহীন হয়েছেন। বিদ্যুৎ এবং পানির পরিষেবা বাধাগ্রস্ত হয়েছে। একজন প্রাদেশিক অর্থনৈতিক কর্মকর্তা বলছেন, সামগ্রিক অবকাঠামোর ক্ষতি আনুমানিক ১০ বিলিয়ন র্যান্ডেরও বেশি (৬৮৪.৬ মিলিয়ন ডলার)।
প্রদেশ প্রধান সিহলে জিকালালা বলেছেন, মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৩ জনে। এদের মধ্যে ৬৩ জনের পরিচয় পাওয়া যায়নি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ কিছু এলাকার বাসিন্দারা বলছেন, তারা আরও বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাসে আতঙ্কিত। অনেকে নিখোঁজ স্বজনদের অপেক্ষায় প্রহর গুনছেন।