রাজধানীর উত্তর বাড্ডায় দুই দোকানদারের কথা কাটাকাটির জেরে তিন ভাইকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে সাইফুল ইসলাম নামে এক ভাই নিহত হয়েছেন। বাকি দুই ভাই বাবু ও সাবু আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (২০ এপ্রিল) ইফতারের কিছু সময় আগে উত্তর বাড্ডার সাঁতারকুল রোড এলাকার রহমতউল্লাহ গার্মেন্টসের পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সাইফুল ইসলামের বাবার নাম খালেদ হাওলাদার। উত্তর বাড্ডায় বরিশাল রাইস নামে তাদের একটি দোকান আছে। সেখানে গুঁড়া মসলাসহ অন্যান্য পণ্য বিক্রি করা হয়। গতকাল বিকালে ইফতারের আগে সাইফুলের সঙ্গে তার পাশের মুদি দোকানি সামিউলের কথা কাটাকাটি হয়। এর জেরে পাশের দোকানি ও তার দুই ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন সামিউল। এতে সাইফুলসহ তার অপর দুই ভাই বাবু ও সাবু গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর আহত অপর দুই জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।