রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
বুধবার (২০ এপ্রিল) বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রহমান ইফতি’র সঞ্চালনায় জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পড়াশুনা করতে আসে, কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে আসে না। তাই ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।
নিউমার্কেটের ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ছাত্রসমাজ ঘুমিয়ে যায়নি। ছাত্রসমাজ যদি জেগে উঠে, তাহলে পালানোর পথ পাবেন না।
জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. আকতারুজ্জামান সোহেল বলেন, বঙ্গবন্ধু ছাত্রসমাজকে নিয়ে স্বাধীন বাংলাদেশ গড়ার দিকে অগ্রসর হয়েছিলেন। সেই ছাত্রদের উপর হামলার ঘটনা দুঃখজনক। স্বাধীনতা বিরোধী চক্র সবসময় ছাত্রদের বেছে নেয়। তারা ছাত্রদের উপর হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। তাই ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে মূল হোতাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করতে হবে।
উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাতে তুচ্ছ ঘটনায় নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে। ওইদিন রাত ১২টা থেকে তিনটা পর্যন্ত সংঘর্ষ চলে। এরপর মঙ্গলবার সকাল থেকে ব্যবসায়ীদের সঙ্গে আবারও সংঘর্ষ হয়। সংঘর্ষে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় নাহিদ নামে এ পথচারীর মৃত্যু হয়েছে।