ডোমারে সয়াবিন তেলের দাম আবারও বেড়েছে। রমজান মাসের শুরুতে সয়াবিন তেল অতিরিক্ত দামে বিক্রি হয়েছিল। এরপর সরকার দাম নির্ধারণ করে দেওয়ায় অস্থিরতা কমে সরকার নির্ধারিত মূল্যে কয়েক দিন তেল বিক্রি হয়। তবে এখন সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কেজিপ্রতি অতিরিক্ত ৩৫ থেকে ৪০ টাকা বেশি দামে খোলা তেল বিক্রি হচ্ছে।
মাসুদ রানা নামে এক ক্রেতা জানান, রমজান মাসের শুরুতে সরকার সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেওয়ার পর কয়েক দিন দাম কম ছিল। এখন আবার বেড়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক খুচরা ব্যবসায়ী জানান, বড় বড় ব্যবসায়ীরা অতিরিক্ত তেল মজুত করে রেখেছে। কোম্পানিগুলোও তাদের ইশারার বাইরে তেল আমাদের মতো খুচরা ব্যবসায়ীদের দেয় না। তাই মজুতদারদের কাছ থেকেই অতিরিক্ত দামে তেল কিনে অতিরিক্ত দামে বিক্রি করতে হচ্ছে। মজুতদারদের গোডাউনে অভিযান চালালেই এর সুরাহা হবে।
নীলফামারী জেলা বাজার কর্মকর্তা এ টি এম এরশাদ আলম খান জানান, বর্তমানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল কেন বিক্রি করছে ব্যবসায়ীদের কাছে তা জানতে চাওয়া হয়েছে। তারা জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রাম থেকে তাদের ১৮৫ টাকা কেজি দরে খোলা তেল কিনতে হচ্ছে। জেলা প্রশাসনও এ বিষয়ে তদারকি করছে। আশা করি, দ্রুত এর সমাধান হবে।