হোমনায় ট্রাকের ধাক্কায় শান্ত ঘোষ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা পরিষদ সামনে এ ঘটনা ঘটে। শান্ত হোমনা বাজারের মিষ্টি ব্যবসায়ী নিত্যন ঘোষের ছেলে।
হোমনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আজিজুল বারী জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে শান্ত ঘোষ হোমনা চৌরাস্তা থেকে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। উপজেলা পরিষদ সামনে পৌঁছালে বালু ভর্তি একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শান্ত ঘোষ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।