বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খাগড়াছড়িতে ৫ ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৭:২১

খাগড়াছড়িতে হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। শুক্রবার (২২ এপ্রিল) সকালে রামগড় উপজেলার দাতারামপাড়া এলাকার জনতা ব্রিকস ও মেঘনা ব্রিকস নামে ২টি অবৈধ ইটভাটা পেলোডার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। 

এছাড়া গুইমারা উপজেলাতেও মদিনা ব্রিকস ফিল্ড নামে একটি গুড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এরআগে গতকাল (বৃহস্পতিবার) মহালছড়ি উপজেলায় আরও দুটি ব্রিকস ফিল্ড গুড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন।

পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আশরাফ উদ্দিন জানান, হাইকোর্ট তিন পার্বত্য জেলায় সকল ইটভাটা বন্ধেরনির্দেশ দিয়েছেন। সে মোতাবেক ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অবৈধ ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

ইত্তেফাক/ ইআ