শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দুবাইয়ের আবায়া এখন আবায়া অ্যান্ড গাউনে

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৬:০২

দুবাইয়ের আবায়ার প্রতি অনেক ধর্মপ্রাণ নারীরই আগ্রহ রয়েছে। তাদের কথা চিন্তা করে দুবাই আবায়া আমাদানি শুরু করেছে ফ্যাশন হাউজ ‘আবায়া অ্যান্ড গাউন’। এবারের ঈদকে সামনে রেখে ১৫০টি ডিজাইনের আবায়া এনেছে ফ্যাশন হাউজটি। 

আবায়াগুলোর ফেব্রিক এমন, যা সচারচর বাংলাদেশে দেখা যায় না

এসব আবায়া সম্পর্কে প্রতিষ্ঠানটির কর্ণধার মারুফা জাহান বলেন, ‘আমরা দুবাইয়ের বিভিন্ন স্থান ঘুরে এই পণ্যগুলো সংগ্রহ করেছি। এগুলো এমন ফেব্রিকের যা সচারচর বাংলাদেশে দেখা যায় না। আবায়াগুলোর রং ও ডিজাইন এতটাই এক্সক্লুসিভ যে এদেশের সব বয়সী নারীরা পছন্দ করবেন’। 

উল্লেখ্য, দুবাইয়ের আবায়াগুলো এ দেশের ক্রেতাদের উপযোগী করে কাস্টমাইজড করে আনা হয়েছে। আর পাওয়া যাচ্ছে আবায়া অ্যান্ড গাউনের পান্থপথের শোরুমে এবং তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে দুবাইয়ের আবায়াগুলো।

 

 

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন