দেশে প্রথম ইয়াবা ধরা পড়ে ২০০২ সালের ১৯ ডিসেম্বর রাজধানীর গুলশানের নিকেতনের একটি বাসায়। অভিযানে গ্রেফতার হন সফিকুল ইসলাম ওরফে জুয়েল নামে এক মাদক কারবারি। ওই ঘটনায় তাকে আসামি করে গুলশান থানায় মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সেময়ের পরিদর্শক এনামুল হক।
তদন্তে ইয়াবা ও হেরোইন সংশ্লিষ্টতায় আরও কয়েকজনের নাম বেরিয়ে আসে। ২০ বছর আগের সেই মামলার রায় ঘোষণা হয়েছে গত ৩১ মার্চ। তিন বছরের সাজাপ্রাপ্ত এমরান হক পলাতক ছিলেন। গত বুধবার রাতে র্যাব-১ তাকে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করেছে।
র্যাব জানিয়েছে, ঢাকার বিশেষ দায়রা জজ আদালত ৩১ মার্চ মামলার রায় ঘোষণা করেন। এতে জুয়েলকে যাবজ্জীবন এবং এমরান হক ও সোমনাথ সাহাসহ চারজনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এমরান ও সোমনাথ পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।