হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় সংলগ্ন খণ্ডইল্যার ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের বালুখালি এলাকার ৪ নম্বর ওয়ার্ডের হিমাশু বড়ুয়ার ছেলে নিকাশ বড়ুয়া (৪৫) ও একই এলাকার অটোরিকশাচালক আবদুল কাদের (৫০)। কাদের নাজিরহাটে একটি ভাড়া বাসায় পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মুহাম্মদ শাহাজাহান জানান, ৬টার দিকে অটোরিকশাচালক কাদের মাছ নিয়ে নাজিরহাট থেকে সরকারহাটের দিকে যাচ্ছিলেন। পথে মনিয়াপুকুর এলাকায় পৌঁছালে খাগড়াছড়িগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।