কুমিল্লায় অ্যাম্বুলেন্সে করে পাচারকালে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে-কুমিল্লা আদর্শ সদর উপজেলার গিলাতলী গ্রামের আবুল কালামের ছেলে মেহেদী হাসান রাব্বি (২৬), একই উপজেলার বারপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মাইনউদ্দিন (২০) ও কুচাইতলী গ্রামের মাহে আলমের ছেলে মো. মুন্না (১৯)।
রবিবার (১ মে) জেলার সদর দক্ষিণ উপজেলার ফুলতলী এলাকায় র্যাবের একটি দল এ অভিযান চালায়। অভিযানকালে একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি করে ৫০ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় অ্যাম্বুলেন্স থেকে মেহেদী হাসান রাব্বি, মাইনউদ্দিন ও মো. মুন্নাকে গ্রেফতার করা হয়। বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
র্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩ মাদক কারবারি রোগী পরিবহনের আড়ালে মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।