সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪

আপডেট : ০২ মে ২০২২, ২১:১৬

কুষ্টিয়া সদর উপজেলার অন্তর্গত ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে চার নিহত হয়েছেন। সোমবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের  ১০ জন আহত হন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারসহ সামাজিক দ্বন্দ্বের জের ধরে সন্ধ্যায় কেরামতের লোকজন ফজলুর সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে চারজন নিহত ও ১০ জন আহত হন।

নিহতরা হলেন- আস্থানগর  গ্রামের দাউদ মণ্ডলের ছেলে লালু (৪০), আজিজের ছেলে মতিয়ার  (৪৫), হাসেম আলীর ছেলে কাশেম (৫০) ও মৃত আবুল আলীর ছেলে রহিম (৫৫)। এদের মধ্যে একজন  কেরামত গ্রুপের ও তিনজন ফজলু গ্রুপের সমর্থক। 

কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চারজনের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।   হামলাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

ইত্তেফাক/ইউবি