শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাণ্ডারিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত

আপডেট : ০৩ মে ২০২২, ১২:২৩

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ মঙ্গলবার (৩ মে) সকালে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে আটটায় উপজেলার পূর্ব ভাণ্ডারিয়া মিয়া বাড়ি ঈদগা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। 

এ ছাড়া সকাল আটটায় ঐতিহাসিক তাফসির ময়দান ঈদগা মাঠ, কাজীর ঈদগা মাঠ, থানা সংলগ্ন ঈদগা মাঠ,মিয়া বাড়ি ঈদগা মাঠ,সিকদার বাড়ি ঈদগা মাঠ,হাওলাদার বাড়ি ঈদগা মাঠ,বড় কাণুয়া ঈদগা মাঠ ছাড়াও সকল ইউনিয়নের প্রধান ঈদগা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ।
          
উপজেলা সদরের প্রধান ঈদগা মাঠে অন্যান্যের মধ্যে ঈদের জামাতে অংশ নেন প্রধান মন্ত্রীর একান্ত সচিব তোফাজ্জেল হোসেন রিপন মিয়া,বিশিষ্ট শিল্পপতি জাকির হোসেন নিজাম,ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন,জাতীয় পার্টি- জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, ভাণ্ডারিয়া থানর ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস, জাতীয় পার্টি- জেপির উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার,যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো.গোলাম সরওয়ার জোমাদ্দার,আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার প্রমুখ।
       
এদিকে বৈশ্বিক উচ্চ পর্যায়ের করোনা সংক্রামন ভাইরাস(কোভিড-১৯) এর কারণে দীর্ঘ দুই বছর পর এবছর পরিবারের সকলের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের কর্মজীবীরা এবছর আনন্দঘণ পরিবেশে ঈদ উদ্যাপন আসায় গ্রামীণ জনপদ যেন প্রাণ ফিরে পাওয়ায় জনকোলাহলে পরিণত হয়েছে। অন্যদিকে ঈদের জামাত শেষে শ্রেণি বৈষম্য ভুলে একে অপরের সাথে আলিঙ্গন,সালাম ও কুশল বিনিময় করায় সকলের মধ্যে একটি সম্প্রীতিপূর্ণ সহাবস্থান লক্ষ্য করা গেছে। সালামিতে নতুন টাকা পেয়ে খুশি ছোটরা।
         
অন্যদিকে ঈদের জামাত শেষ হওয়ার কিছু সময় পরই মুষলধারে বৃষ্টি নামায় আনন্দঘন পরিবেশ ব্যহত হয়। তবে দুপুর থেকে গুরি গুরি বৃষ্টির মধ্যেও রোদের ঝলক যেন মনের মধ্যে আনন্দের সঞ্চার ঘটে। বিশেষত কিশোর,কিশোরী,যুবক যুবতীরা বেশ কয়েকদিন ধরে মনমত বাহারি পোষাকের সাথে ম্যাচিং করে জুতা,গহনা পরে বিভিন্ন দর্শনীয় স্থানে পরিবার এবং স্বজনদের সাথে ঘুরতে যাওয়ার পরিবেশ ব্যহত হয়। তার পরেও দীর্ঘ দুই বছর করোনার কারণে পরিবারের সকলে মিলে সাধ এবং সাধ্যের মধ্যে মিল রেখে এ বছর একত্রে ঈদ করতে পাড়ায় খুশি ।  

 

ইত্তেফাক/ ইআ