মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বউ আনতে হেলিকপ্টার ভাড়া

আপডেট : ০৬ মে ২০২২, ১৮:৪৬

বিয়ের দুই বছর পর হেলিকপ্টার ভাড়া করে বাড়িতে বউ নিয়ে এলেন রহিছুল ইসলাম নামে এক ব্যাংক কর্মকর্তা ।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজার এলাকার এ ঘটনা বেশ চাঞ্চল্য তৈরি হয়। এদিকে হেলিকপ্টারে বউ নিয়ে আসলে রহিছুলের বাড়িতে এলাকার শত শত নারী-পুরুষ ভির জমায়।

রহিছুল ইসলাম এক্সিম ব্যাংকের নওগাঁ শাখায় সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন । তার বাবা ড. আব্দুল মান্নান একটি কলেজে অধ্যক্ষ।

আব্দুল মান্নান জানান, তার দুই ছেলের মধ্যে রহিছুল ইসলাম বড়। দুই বছর আগে বগুড়ার কাহালুর নামুজা গ্রামের আব্দুর রশিদের মেয়ে রোজিনা আক্তার পৃতির সঙ্গে সামাজিকভাবে তার ছেলের বিয়ে হয়। তাদের ইচ্ছায় শুক্রবার সকাল ১০টায় পুত্রবধূকে হেলিকপ্টারে করে বাড়িতে নিয়ে আসেন।
রহিছুল ইসলাম বলেন, ‘হেলিপ্টারে করে বাড়িতে বউ নিয়ে আসার ইচ্ছা ছিল। অবশেষে সেই ইচ্ছা পূরণ করলাম।’

 

ইত্তেফাক/ইউবি