ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসণের প্রতিবাদ জানিয়ে জাতিসংঘে একাধিক প্রস্তাব আনা হয়েছিল। যার ভোটাভুটিতে বিরত থেকেছে ভারত। দিল্লির এই অবস্থানে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো অসন্তুষ্ট।
সম্প্রতি ব্রিটেন ও আয়ারল্যান্ডে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ক্যারেল ভ্যান ওয়েস্টরম বলেন, ‘জাতিসংঘের নিয়ম মানা উচিত। ভোটদানে বিরত থাকা উচিত নয়।’
শুক্রবার (৬ মে) এর পাল্টা জবাব দিয়েছে জাতিসংঘে ভারতের রাষ্ট্রদূত টিএস তিরুমূর্তি। তিনি বলেছেন, ‘কখন কী করতে হয় ভারত জানে। দয়া করে একতরফাভাবে কিছু বলবেন না।’
বিশেষজ্ঞরা মনে করছেন, এই টুইটের মাধ্যমে তিরুমূর্তি বোঝাতে চেয়েছেন উপদেশ দেওয়ার নাম করে আসলে ভারতের বিদেশনীতিকে খাটো করতে চেয়েছেন নেদারল্যন্ডসের রাষ্ট্রদূত।
ভারতের সমালোচনামূলক টুইটটি পরে মুছে দেন ওয়েস্টরম।