ঈদের পর কর্মস্থলমুখো যাত্রীদের কাছ থেকে এক শ্রেণির বাস মালিক-শ্রমিকরা বেশি ভাড়া আদায় করছে এমন অভিযোগে আরিচা-পাটুরিয়া ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৯টি পৃথক মামলা দায়ের ও ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহাবুবুল রহমান পৃথক মামলা ও জরিমানা করেন।
জানা গেছে, আরিচা ও পাটুরিয়া ঘাটে ঈদ ফেরত যাত্রীদের প্রচণ্ড ভিড় হয়। রাজধানী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার যানবাহন স্বল্পতার কারণে এক শ্রেণির মালিক-চালক অতিরিক্ত ভাড়ায় যাত্রী তোলে। বিষয়টি নিয়ে অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘাটে ভ্রাম্যমাণ আদালত বসায়। এতে, যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে।
কর্মকর্তারা জানান, ভিড়ের সুযোগে বেশি ভাড়া নেওয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।