কুষ্টিয়ার কুমারখালী-খোকসা উপজেলার ১৪৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্প্রতি কুমারখালী শহরের সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরে এ সংবর্ধনার আয়োজন করে ড. আবু নাসের রাজীব ফাউন্ডেশন।
ড. আবু নাসের রাজীব ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক নওসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও যুক্তরাষ্ট্রের ক্যার্লিফোনিয়া স্টেট ইউনিভার্সিটির শিক্ষক ড. আবু নাসের রাজীব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব কাজী আখতার হোসেন, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়, গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা আলী বাবু, রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শাহ আলম চুন্নু, আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীর পরিচালক আব্দুল্লাহেল বাকী, তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আরিফুর রহমান, ঢাকাস্থ খোকসা উপজেলা সমিতির সভাপতি আহসান নবাব, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি বাবলু জোয়ারদার, কুমারখালী জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া খান জেমস ও কুমারখালী পৌরসভার কাউন্সিলর এস এম রফিক, সব্যসাচী লেখক ও সংগঠক অধ্যাপক লিটন আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা বিভাগের শিক্ষার্থী নূর ই সিয়াম উচ্চারণ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কানিজ ফাতেমা প্রীতি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতিকর্মী জিয়াউর রহমান মানিক ও সাংবাদিক কাজী সাইফুল।