'মানবিক হও' স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে।
রোববার (৮ মে) দুপুরে দিবসটি উপলক্ষে সুনামগঞ্জ পৌর শহরে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটের আয়োজনে পৌর শহরের কালিবাড়ি থেকে র্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে গিয়ে শেষ হয়।
পরে পাঠাগারের মিলনায়তনে রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনিবার্হী সদস্য অ্যাডভোকেট রইছ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিট সেক্রেটারি মো. মতিউর রহমান পীর, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা সিরাজুর রহমান সিরাজ, হায়দার চৌধুরী লিটন, মোহাম্মদ এমদাদুল হক ও শাহ আলম মহিউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার কণিকা তালুকদার, আজীবন সদস্য মো. বুরহান উদ্দিন, শাহ আলম, সিনিয়র যুব-সদস্য সেরুজ্জামান, আব্দুস সালাম, শাহজাহান আলম সিদ্দিকী, মাছুম আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সকল দুর্যোগে রেড ক্রিসেন্ট মানুষের পাশে থাকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।