বিরামপুরে ট্রাকের ধাক্কায় নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছে। উপজেলার জয়নগরে রবিবার (৮ মে) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিরামপুর থানার ওসি (তদন্ত) নওয়াবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বিমল মার্ডি (৩৬) উপজেলার জয়নগর গ্রামের সুধির মার্ডির ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার উপ-পরিদর্শক নিহার রঞ্জন জানান, রবিবার দিবাগত রাত ১০টার দিকে বিরামপুর থেকে বিমল মার্ডি ভ্যানে বাড়ি ফেরার পথে একটি ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়। এতে বিমল আহত হলে তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ট্রাকের চালক ও সহযোগি পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।