তীব্র স্রোতে ধসে পড়লো পাকিস্তানের একটি সংযোগ সেতু। শনিবার (৭ মে) বিরল দৃশ্যের মুখোমুখি হন হাসানাবাদ এলাকার বাসিন্দারা। স্থানীয় গণ মাধ্যম বলছে পাকিস্তানের উত্তরাঞ্চলে সম্প্রতি তাপমাত্রা বেড়ে যাওয়ায় একটি হ্ররদের বরফ গলে এ স্রোতের সৃষ্টি হয় আর এতেই এ ঘটনা ঘটে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হঠাৎ পানির স্রোত ধাক্কা খায় ব্রিজটির সঙ্গে। আর তার পরপরই ধসে পড়া শুরু করে ব্রিজটি।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন অস্বাভাবিক উষ্ণতায় গত ২০ দিনে হ্রদটির পানি ৪০ শতাংশ বেড়েছে। এছাড়াও আরও ৩০ টি বেশ হ্রদের বরফ গলতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
হাসনাবাদে, স্থানীয় কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয় এলাকাবাসীর যেনো কোনোভাবেই বন্যায় আটকা না পড়ে সে বিষয়ে তারা তৎপর আছেন।