চাঁদপুরের হাজীগঞ্জে ২৭ বছর বয়সী বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে একজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মে) দুপুরে অভিযুক্ত মো. শাকিল হোসেন (২৮) নামের ওই যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ মে) দিবাগত রাতে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। শাকিল ওই গ্রামের তালুকদার বাড়ির রুহুল আমিনের ছেলে।
পুলিশ আরও জানায়, এদিন ধর্ষণের অভিযোগ এনে শাকিলের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন বাকপ্রতিবন্ধী তরুণীর বাবা।
অভিযোগ সূত্রে জানা গেছে, মোবাইলে ভিডিও কলে একই এলাকার বাকপ্রতিবন্ধী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক করেন শাকিল। এরপর গত ৪ মে দিবাগত রাত ১১টার দিকে তরুণীকে বাড়ির পাশে ডেকে নিয়ে ধর্ষণ করেন তিনি।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ ঘটনা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’