বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চৌদ্দগ্রামে মাদকসহ গ্রেফতার ১ 

আপডেট : ১১ মে ২০২২, ১৩:৫৩

কুমিল্লায় ৫ কেজি গাঁজা ও ১৫ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া রাস্তায় তিশা বাস কাউন্টারের সামনে এ বিশেষ অভিযান চালানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার এসআই উগ্যজাই মারমা। 

গ্রেফতারকৃত আসামি আজিজুল্লাহ্ (২৬) কক্সবাজার জেলার টেকনাফ থানার নোয়াপাড়া জাদিমুড়া-২৬নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা কবির আহমেদের ছেলে।

থানার এসআই উগ্যজাই মারমা বলেন, বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া রাস্তার মাথায় তিশা বাস কাউন্টারের সামনে থেকে ৫ কেজি গাঁজা ও ১৫ বোতল বিদেশি মদসহ রোহিঙ্গা যুবক আজিজুল্লাহকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। 

ইত্তেফাক/এআই