কেবল ৫০ টাকা হাতে থাকলেই দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দুই টেস্ট। ম্যাচের আগের দিন থেকে মিলবে টিকিট। করোনাভাইরাস ইসু্য চলমান থাকায় টিকিট কেনার সময় টিকা কার্ড প্রদর্শন করতে হবে দর্শকদের। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।
আগামী পরশু শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টের টিকিট মিলবে সাগরিকার বিটাক মোড়ে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা এবং ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৫০ টাকায়।
আগামী ২৩ মে ঢাকায় শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের টিকিট সংগ্রহ করা যাবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে। গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা, ভিআইপি ৩০০ টাকা, শহিদ মোস্তাক ও শহিদ জুয়েল স্ট্যান্ড ২০০ টাকা, নর্দার্ন স্ট্যান্ড ও সাউদার্ন স্ট্যান্ড ১০০ টাকা ও ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ৫০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।
এদিকে সিরিজের টাইটেল স্পনসর হয়েছে ‘মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার’। তাছাড়া পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে ওয়ালটন।