রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বৃহস্পতিবার (১২ মে) থেকে বাংলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের পাঁচ দিনব্যাপী জাতীয় মূকাভিনয় কর্মশালা শুরু হয়েছে।
বাংলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মহাপরিচালক এবং কর্মশালা পরিচালক মাইম আইকন কাজী মশহুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক কবি স্নিগ্ধা বাউল, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ধীমান সাহা জুয়েল এবং ফেডারেশনের সহসভাপতি সোলেমান মেহেদী। এছাড়া প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যজন জাহিদ রিপন, কবি শাহেদ কায়েস এবং নৃত্যশিল্পী আল মাসুম সবুজ।
উদ্বোধনী আয়োজনটি পরিচালনা করেন কর্মশালা সমন্বয়কারী ও প্রশিক্ষক রিজোয়ান রাজন। ঢাকা ও আশেপাশের অঞ্চল থেকে মোট ১৫ জন আগ্রহী এই কর্মশালায় যুক্ত হয়েছেন।
উদ্বোধন শেষে নাট্যজন জাহিদ রিপন প্রথমদিনের সেশন পরিচালনা করেন। এদিন তিনি মূকাভিনয়ের তাত্ত্বিক জ্ঞান এবং ব্যবহারিক বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন। আজ (১৩ মে) সকালে মাইম আইকন কাজী মশহুরুল হুদা ক্লাস নেন। দিনের বাকী সময় আল মাসুম সবুজ এবং জাহিদ রিপন ক্লাস পরিচালনা করেন। এছাড়া পরবর্তী দিনগুলোতে কবি শাহেদ কায়েস, শহিদুল মুরাদ এবং রিজোয়ান রাজন প্রশিক্ষক হিসেবে যুক্ত হবেন।