শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

বাল্যবিয়ে: কনের বাবাকে জরিমানা

আপডেট : ১৩ মে ২০২২, ২১:৪১

বিজয়নগরে বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (১৩ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ. এইচ. ইরফান উদ্দিন আহমেদ এই জরিমানার আদেশ দেন।  

জানা যায়, উপজেলার ইছাপুরা ইছাপুরা গ্রামের মোজাম্মেল হক কাইয়ুম মিয়ার মেয়ে দশম শ্রেণির ছাত্রীর (১৫) সঙ্গে উপজেলার সাটিরপাড়া গ্রামের তাহের মিয়ার ছেলের বাল্যবিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বিয়ে বাড়িতে অভিযান চালান। এ সময় কনের বাবাকে জরিমানা করা হয়। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ. এইচ. ইরফান উদ্দিন আহমেদ বলেন, ওই স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে কনের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ইত্তেফাক/এমএএম