রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে মজুদ করা ৯৫ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শনিবার দুপুরে (১৪ মে) মহানগরীর পাঠানপাড়া মুক্তমঞ্চ সংলগ্ন উম্মেদ আলী অ্যান্ড সন্স নামের একটি কনফেকশনারি দোকানে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। এ সময় দোকানটির ডিসপ্লেতে কোনো ভোজ্যতেল পাওয়া না গেলেও তাদের গোডাউনে এক ও দুই লিটারের মোট ৯৫ লিটার বোতলজাত সয়াবিন পাওয়া যায়।
তেল জব্দ করার পর তা স্থানীয়দের মধ্যে বোতলের গায়ে লেখা দামে বিক্রি করা হয়। এছাড়া অবৈধ মজুদের দায়ে দোকানি রমজান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহীর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, অবৈধভাবে মজুদকৃত সয়াবিন তেল পূর্বের দাম কেনা ছিল। তেল বিক্রি না করে অসৎ উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছিল।