অবৈধভাবে কিডনি কেনাবেচার দালালচক্রের সাত সদস্যকে শনিবার (১৪ মে) রাতে কালাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
শনিবার দুপুরে জয়পুরহাট পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বিষয়টি জানান, পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা।
গ্রেফতারকৃতরা হলেন, কালাই উপজেলার থল গ্রামের সাহারুল, উলিপুর গ্রামের ফরহাদ হোসেন চপল, জয়পুর বহুতী গ্রামের মোশারফ হোসেন ও মোকাররম, ভেরেন্ডি গ্রামের শাহারুল ইসলাম, দুর্গাপুর গ্রামের সাইদুল ফকির ও সদর উপজেলার হানাইল বম্বু গ্রামের সাদ্দাম হোসেন।