কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে মাদককারবারি দুই তরুণকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (১৪ মে) রাত ৮টার দিকে কলাতলী প্রাথমিক বিদ্যালয় এলাকায় সড়কে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি সাইফুল আলম।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার শহরের মহাজের পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে জুনায়েদ (২৮) ও কলাতলী মেরিন ড্রাইভ সড়কের আলমগীরের ছেলে মো. ইয়াছিন (১৯)।
ডিবির ওসি সাইফুল আলম জানান, গোয়েন্দা তথ্যে খবর আসে একদল তরুণ ভ্রমণের নামে মেরিন ড্রাইভ দিয়ে ইয়াবার চালান আনছে। এমন তথ্যে পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নির্দেশনায় শনিবার রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম মেরিন ড্রাইভ সড়কের কলাতলী প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। বিশেষ তল্লাশিতে দুজন তরুণের আচরণ অসংলগ্ন বলে মনে হয়। তাদের আটকের পর তাদের হেফাজত থেকে বিশেষ ধরনের টেপ দ্বারা মোড়ানো বেশ কিছু প্যাকেট জব্দ করা হয়। পরে গণনা করে ২ হাজার ৯৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, ধৃতরা জিজ্ঞাসাবাদে এই মাদক চালানের সঙ্গে জড়িত মূল হোতাদের সন্ধান দিয়েছে। তাদেরকেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।