শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

চট্টগ্রাম টেস্ট

ভয় ধরাচ্ছে কুশাল-ম্যাথুস জুটি

আপডেট : ১৫ মে ২০২২, ১৪:০৫

প্রথম সেশনটা বেশ ভালোভাবেই কাটিয়েছে বাংলাদেশ। ৭৩ রানে শ্রীলঙ্কার দুটি উইকেট তুলে নিতে সক্ষম হয়েছিল টাইগার বোলাররা। কিন্তু দ্বিতীয় সেশনে আর উইকেটের দেখা পাচ্ছে না স্বাগতিকরা। ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে কুশাল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুস জুটি।

এরই মধ্যে তাদের জুটি ৭০ রান ছাড়িয়েছে। লঙ্কানদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৩৯ রান। অর্ধশত পূর্ণ করেছেন কুশাল মেন্ডিস। তিনি ৫১ রানে ব্যাট করছেন। অপরপ্রান্তে অভিজ্ঞ ম্যাথুস ৩৮ রানে অপরাজিত।

বড় জুটি গড়ার পথে কুশাল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুস। ছবি: এএফপি/গেট্টি ইমেজ

এর আগে দিনের শুরুতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে দুটি উইকেট তুলে নিয়েছেন নাঈম হাসান।

 

ইত্তেফাক/টিএ