মুন্সীগঞ্জ সদরের চর মীরেশ্বর এলাকার নিশান কোল্ড স্টোরের সামনে ধলেশ্বরী নদী থেকে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
মূক্তারপুর নৌপুলিশ স্টেশনের এস আই মো. রবিউল ইসলাম জানান, রবিবার (১৫ মে) বিকালে ধলেশ্বরী নদীতে দেহ থেকে বিচ্ছিন্ন শিশুর শুধু মাথা পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ধারণা করা হচ্ছে, চলন্ত লঞ্চ বা বাল্কহেডের পাখার সঙ্গে লেগে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হতে পারে।