নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। আজ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের শুরুতেই দলটির শেষ ব্যাটার হিসেবে আউট হন অ্যাঞ্জেলো ম্যাথুস। এর কিছুক্ষণ পরই ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
শুরু থেকেই সাবধানে দেখেশুনে খেলছেন দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। এরই মধ্যে তাদের জুটি ৭০ রান ছাড়িয়েছে। এই রিপোর্ট লেখার সময় তামিম ৩৯ ও জয় ২৫ রানে অপরাজিত। বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৭০ রান।
শ্রীলঙ্কা থেকে এখনো ৩২৭ রানে পিছিয়ে বাংলাদেশ।