শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেশীয় মালিকানাধীন তামাক শিল্প রক্ষায় আইন দ্রুত বাস্তবায়নের দাবি

আপডেট : ১৭ মে ২০২২, ০০:২৩

দেশীয় মালিকানাধীন তামাক শিল্পের অস্তিত্ব রক্ষায় প্রতিযোগিতা আইনের দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে লোকালি ওন্ড সিগারেট ম্যানুফেকচারার মালিক সমিতি। সোমবার (১৬ মে) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।  

সংগঠনের পক্ষে নেতারা বলেন, ‘তামাক শিল্পের মাত্র ১০ শতাংশ বাজার রয়েছে দেশীয় মালিকদের হাতে, যেখানে প্রায় ৯০ শতাংশ বাজার দখলে বহুজাতিক কোম্পানির। সরকারের পাশ করা প্রতিযোগিতা আইন ২০১২ বাস্তবায়ন হলে বাজারে সব কোম্পানিরই সমান অংশগ্রহণ নিশ্চিত হবে। এতে রাজস্ব ফাঁকি কমবে, সমতাভিত্তিক বাজার ব্যবস্থা থাকবে এবং রক্ষা পাবে শতভাগ দেশীয় মালিকানাধীন তামাক শিল্প।’

আইন কার্যকর না করলে দেশীয় তামাক শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে যাবে উল্লেখ নেতারা অভিযোগ করে বলেন, ‘দেশীয় তামাক শিল্প বাঁচাতে ২০১৭-১৮ দু’টি মূল্যস্তর সৃষ্টি এবং ২০১৮-১৯ অর্থবছরে দেশীয় কোম্পানির নিম্ন স্ল্যাব সংরক্ষিত রেখে বহুজাতিকদের জন্য আন্তর্জাতিক ব্র্যান্ডকে মধ্যমমানে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিলো সরকার। কিন্তু অজানা কারণে এই দু‘টি সিদ্ধান্ত আলোর মুখ দেখেনি।’

এ সময় আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে এই দু’টি সিদ্ধান্তের মধ্যে যেকোনো একটি কার্যকর করার দাবি জানায় লোকালি ওন্ড সিগারেট ম্যানুফেকচারার মালিক সমিতি। 

দ্রুত সরকারের নীতি সহায়তা না পেলে এই শিল্প ধ্বংস হয়ে পড়লে প্রচুর মানুষ কর্মসংস্থান হারাবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বিদেশি কোম্পানিগুলোকে একচেটিয়া সুবিধা না দিয়ে দেশীয় শিল্পকে রুগ্ন হওয়া থেকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ প্রত্যাশা করছে লোকালি ওন্ড সিগারেট ম্যানুফেকচারার মালিক সমিতি।

সংবাদ সম্মেলনে রাইসুল হক পবনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন নাজমুন্নাহার লাকী। এছাড়া তামাক শিল্প সংশ্লিষ্ট ২০ প্রতিষ্ঠানর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএএম