শনিবার, ০৩ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গোবিন্দগঞ্জের ১২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

আপডেট : ১৬ মে ২০২২, ২৩:০৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি গুদাম থেকে ১২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার বিকেলে উপজেলা শহরের আমিনুল মোমিন বুলুর মালিকানাধীন ‘মেসার্স হাসনা হেনা ট্রেডার্স’ এর গুদাম থেকে এই তেল উদ্ধার করা হয়। এ সময় কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে ব্যবসায়ী আমিনুল মোমিন বুলুর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, তাৎক্ষনিক ভাবে ওই এলাকায় মাইকিং করে ক্রেতাদের কাছে ১৬০ টাকা লিটার দরে ওই তেলগুলো বিক্রি করা হয়। 

 

ইত্তেফাক/ইউবি