পিরোজপুরের নাজিরপুরে প্রথম মালবেরি চাষ শুরু হয়েছে। থাইল্যান্ড থেকে একটি জাতের দুটি চারা গাছ সংগ্রহ করে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের মিতালি নামের একজন কৃষাণি এ ফলের চাষ শুরু করেছেন। দুটি গাছেই প্রচুর পরিমাণে ফল ধরেছে।
উদ্যোক্তা মিতালী হালদার বলেন, ‘আমি থাইল্যান্ড থেকে একটি জাতের দুটি গাছ সংগ্রহ করে পরীক্ষামূলকভাবে মালবেরি চাষ শুরু করেছি। দুটি গাছেই সাফল্য এসেছে। প্রচুর পরিমাণে ফল ধরেছে। রোগবালাই খুবই কম। কীটনাশকও তেমন লাগে না। উৎপাদন খরচও কম। শুধু জৈব সার দিলে প্রায় সারা বছরই এই ফল পাওয়া যাবে।’
এবিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা দ্বিগবিজয় হাজরা বলেন, ‘বাংলাদেশের মাটি বিদেশি ফল চাষের উপযোগী। আমার জানা মতে নাজিরপুরের দু’একজন পরীক্ষামূলকভাবে দু’একটি চারা সংগ্রহ করে চাষ শুরু করেছেন। তবে, তারা সফল কিনা আমি জানি না। এ ফল যদি বাণিজ্যিকভাবে চাষ করা হয়, তাহলে আমরা তাদের সহযোগিতা করবো, রোগবালাই দমনের পরামর্শ দেবো।’