রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আশুলিয়ায় নিখোঁজে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১৭ মে ২০২২, ১৯:২৪

সাভারের আশুলিয়ার নিখোঁজের দুই দিন পর একটি বাঁশঝাড় থেকে সামিয়া আক্তার (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৭ মে) দুপুরে আশুলিয়ার কলতাসূতি নয়াবাড়ী এলাকার একটি জঙ্গল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশু সামিয়া কিশোরগঞ্জের করিমগঞ্জ থানাধীন ঝাটিয়াপাড়া এলাকার আব্দুল মতিনের মেয়ে। সে আশুলিয়ার কলতাসূতি নয়াবাড়ী এলাকার আব্দুল মালেকের ভাড়া বাসায় বাবা-মায়ের সাথে বসবাস করত।

নিহতের পরিবার জানায়, গত ১৫ মে কাজের উদ্দেশে বাসা থেকে শিশুটির বাবা মা বাহিরে চলে যান। সন্ধ্যায় বাসায় ফিরে এসে সামিয়াকে আর খুঁজে পাননি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন তারা। পরে গতকাল মঙ্গলবার দুপুরে তাদের বাসা থেকে আধা কিলোমিটার দূরে একটি বাঁশঝাড়ে ওই শিশুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।  খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, নিখোঁজের দুইদিন পর বাঁশঝাড় থেকে উদ্ধার হওয়া শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ইত্তেফাক/এমএএম