ঈদ শেষে আবার কর্মমূখর হয়ে উঠেছে জীবন। এখন চলছে ঈদ পরবর্তী বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। এই সময়ে উৎসবগুলোর আমেজ আরও সুন্দর হবে যদি তা হয় সাশ্রয়ী। ক্রেতাদের এই সন্তুষ্টির কথা মাথায় রেখে সবার ক্রয় সাধ্যের মধ্যে দেশের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ নিয়ে এসেছে নতুন অফার ‘গরমে চরম ছাড়’।
এই অফারে ৩০% থেকে ৭০% পর্যন্ত সাশ্রয়ী দামে পাওয়া যাবে অনেক সামগ্রী। কেনা যাবে রঙ বাংলাদেশের ধানমন্ডি (সীমান্ত স্কয়ার) এবং মোহাম্মদপুর (টোকিও স্কয়ার) আউটলেট থেকে অথবা অনলাইনে ওয়েবসাইট ও ফেসবুক পেজে অর্ডারের মাধ্যমে।
এছাড়া রঙ বাংলাদেশের সারাদেশের সব আউটলেটে মেম্বারশিপ কার্ডধারী ক্রেতাদের জন্যে আছে ‘রঙ স্বজন’ অফার। এ অফারে ক্রেতাগণ যেকোনো পণ্য ক্রয়ে পাবেন ২৫% ছাড়। অফার দুইটি আগামী ২০ মে হতে ১৯ শে জুন পর্যন্ত চলবে। ‘গরমে চরম ছাড়’ ও ’রঙ স্বজন’ অফার সম্পর্কে আরও জানতে https://rang-bd.com -এ চোখ রাখতে পারেন।