শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ন্যাটোতে ফিনল্যান্ড-সুইডানের যোগদানের বিষয়ে এরদোয়ানের না 

আপডেট : ১৯ মে ২০২২, ২১:০৩

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ জানিয়েছেন, তার বিশ্বাস ন্যাটো সদস্যরা ফিনল্যান্ড এবং সুইডেনকে জোটে স্বাগত জানাতে শিগগির সিদ্ধান্তে আসবে। তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই দুই দেশের সংস্থাটিতে যোগদানের বিষয়ে ফের বিরোধীতা জানালেন। 

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর দীর্ঘদিনের সদস্য তুরস্ক। টুইটারে পোস্ট করা এক ভিডিওতে এরদোয়ান বলেন, ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটো সদস্যপদকে না বলবে তুরস্ক। দেশটির অভিযোগ, এই দুই নর্ডিক দেশ কুর্দিশ যোদ্ধাদের সমর্থন দিয়েছে আসছে। দেশটি এই সংস্থাকে সন্ত্রাসী হিসেবে দেখে। 

গতকাল সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোর সদস্য হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। 

ডেনমার্কে স্টলটেনবার্গ বলেন, জোটটি ফিনল্যান্ড, সুইডেন এবং তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করছে এবং তুরস্কের উদ্বেগের সমাধান করছে। 

তিনি আরও বলেন, ন্যাটোতে মতের পার্থক্য থাকা অস্বাভাবিক নয়। তবে এই জোট সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে অভিজ্ঞ।  

ইত্তেফাক/এসআর