ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে উদ্বোধন হলো ‘নগদ কাপ গলফ টুর্নামেন্ট ২০২২’। কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং জিওসি ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি শুক্রবার (২০ মে) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
উক্ত টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশী-বিদেশী সদস্যগণসহ দেশের সকল গলফ ক্লাবের প্রায় ৬৫০ জন গলফার অংশগ্রহণ করছেন।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশী-বিদেশী সম্মানিত সদস্যগণ ছাড়াও নগদ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক তানভির এ মিশহুক, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম, এসপিপি, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), কুর্মিটোলা গলফ ক্লাব ও নগদ লিমিটেড এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।